হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না

সারা দেশ থেকে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। 

সারা দেশ থেকে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেকটর.কম জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর ১টার পর থেকে অভিযোগের সংখ্যা বেড়েছে।

ব্রাউজার সংস্করণে (https://web.whatsapp.com/) সংযোগ করার সময় উইআরএল থেকে ব্যবহারকারীকে জিজ্ঞাসা করা হচ্ছে তাদের ইন্টারনেট সংযোগ ডাউন আছে কি না এবং ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যাচ্ছে।

এ ছাড়া ব্যবহারকারীরা পরে ব্রাউজারে হোয়াটসঅ্যাপের জন্য 'লিঙ্কড ডিভাইস' অপশনটি ব্যবহার করে লগ-ইন করতে পারছেন না। 

তবে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত বছর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম একযোগে ডাউন হওয়ার পর এই প্রথম হোয়াটসঅ্যাপ ডাউন হলো। সে সময় রাউটার কনফিগারেশন পরিবর্তনের কারণে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। 

তবে এবার এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম চালু রয়েছে। ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
 

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago