এখন থেকে নিজেকেও মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

ছবি: হোয়াটসঅ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এখন থেকে নিজের আইডি থেকে নিজেকেই মেসেজ পাঠানোর অপশন চালু করতে যাচ্ছে। এতদিন যেটা করা যেত না।

হোয়াটসঅ্যাপে 'মেসেজ ইয়োরসেলফ' ফিচারটি ব্যবহার করে নিজেকে নোট, রিমাইন্ডার এবং শপিং লিস্ট পাঠানো যাবে। 

ব্যবহারকারী যখন হোয়াটসঅ্যাপে নতুন করে চ্যাট শুরু করেন, তখন তাদের নাম তালিকার শীর্ষে প্রদর্শিত হবে। ব্যবহারকারী যখন সেই আইডিতে ট্যাপ করবেন, তখন তাদের চ্যাট স্ক্রিনে নিয়ে যাওয়া হবে এবং যেখান থেকে তারা নিজেদের কাছে বার্তা পাঠাতে পারবেন।

ব্যবহারকারী যদি নিজের আইডি চ্যাট তালিকার শীর্ষে রাখতে চান তাহলে নিজেদের মেসেজগুলো কনভারসেশন লিস্টের শীর্ষে পিন করে রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপের এই নতুন মেসেজিং অংশনটি আগামী সপ্তাহে সব অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। 

 

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

13h ago