৬০ বছর পর নোকিয়ার নতুন লোগো

নোকিয়া
নোকিয়ার নতুন লোগো। ছবি: রয়টার্স

প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো নতুন করে ব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডভিত্তিক জনপ্রিয় টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোকিয়া।

এর অংশ হিসেবে রোববার নোকিয়ার নতুন লোগো প্রকাশ করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

নতুন লোগোতে ইংরেজিতে নোকিয়া লিখতে গিয়ে ৫টি পৃথক আকৃতি ব্যবহার করা হয়েছে। পুরানো লোগোর সুপরিচিত নীল রঙ বাদ দিয়ে নতুন রঙ আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পেকা লুন্ডমার্ক রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা এতদিন শুধু স্মার্টফোন নিয়েই কাজ করেছি। এখন আমরা প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কাজ করব।'

মোবাইল ফোন তৈরি ও বিক্রির বাইরে নোকিয়া এখন প্রাথমিকভাবে অন্যান্য প্রযুক্তি সরঞ্জামের দিকে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। অন্যান্য টেলিকম কোম্পানির কাছে সরঞ্জাম বিক্রির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

২০২০ সালে ঝিমিয়ে পড়া নোকিয়ার শীর্ষ পদের দায়িত্ব নেওয়ার পর লুন্ডমার্ক ৩ ধাপে ব্যবসা সম্প্রসারণের কৌশল নির্ধারণ করেন। এগুলো হলো-নতুন করে শুরু করা, ব্যবসার গতি বাড়ানো এবং আকার বড় করা।

লুন্ডমার্ক বলেন, 'আমরা গত বছর বেশ ভালো করেছি। ব্যবসা বেড়েছে প্রায় ২১ শতাংশ, যা আমাদের বিক্রয়ের প্রায় ৮ শতাংশ অর্থাৎ মোটামুটিভাবে ২ বিলিয়ন ইউরোর বেশি। যত শিগগির সম্ভব এটিকে আমরা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে চাই।'

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

22m ago