হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা। এর ফলে কাউকে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে সেটা এডিটের সুযোগ রাখা হয়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন। হোয়াটসঅ্যাপ মেটার একটি মেসেজিং অ্যাপ। 

এ  বিষয়ে এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছেন, কোনো ব্যবহারকারী মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট বা পরিবর্তন করতে পারবেন। 

এই সুবিধাটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী এটি পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচার

  • হোয়াটসঅ্যাপে যেকোনো মেসেজ পাঠানোর পর যেটি আপনি এডিট করতে চাইছেন তার ওপর চাপ দিয়ে ধরুন।
  • এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে চাপ দিলে ম্যাসেজটি এডিট করা যাবে। 

মেসেজটি সংশোধন করতে আপনাকে প্রথমে পাঠানো ম্যাসেজটির ওপর চাপ দিয়ে ধরতে হবে এবং এডিট অপশনটি বাছাই করতে হবে। এডিট করার পর মেসেজটির পাশে এডিটেড নামে একটি ট্যাগ থাকবে।

তবে এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, 'আমরা আনন্দিত যে, আপনি এখন আপনার চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন, যেমন ভুল বানান সংশোধন করা বা কোনো বার্তায় আরও প্রসঙ্গ যুক্ত করা।'

এতদিন ভুল বার্তা গেলে বার্তা প্রেরককে সেই বার্তাটি পুরোপুরি মুছে ফেলতে হতো কিংবা আরেকটি নতুন বার্তা লিখতে হতো।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপে অনেকদিন ধরেই বার্তা সংশোধনের সুযোগ আছে। অ্যাপলও আইওএস১৬ এ আইমেসেজ সংশোধনের সুযোগ রেখেছে। এমনকি টুইটারও গত বছর পেইড ইউজারদের জন্য বার্তা সংশোধনের সুযোগ চালু করেছে। তবে টেলিগ্রামে ৪৮ ঘণ্টার মধ্যে বার্তা সংশোধনের সুযোগ থাকলেও হোয়াটসঅ্যাপে মাত্র ১৫ মিনিট রাখা হয়েছে। তারপরও একেবারে সুযোগ না থাকার চেয়ে কিছুটা সুযোগ পাওয়ায় অনেক ব্যবহারকারীই খুশি।

 

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

4h ago