এআই উন্নয়নে বিনিয়োগ বাড়াচ্ছে মাইক্রোসফট-মেটা

ছবি: রয়টার্স

মার্কিন প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করে আলোড়ন তুলেছে চীনা প্রতিষ্ঠান ডিপসিক।

প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা ও মাইক্রোসফটের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই খাতে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডিপসিকের দাবি, তাদের সর্বশেষ মডেল ভিথ্রি চ্যাটজিপিটি, জেমিনাইয়ের মতো পশ্চিমা মডেলগুলোর সমান, কিছু ক্ষেত্রে আরও ভালো কার্যক্ষমতা প্রদর্শন করছে।

নতুন এই মডেলের প্রশিক্ষণে তারা খরচ করেছে মাত্র ছয় মিলিয়ন মার্কিন ডলার। যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই মডেলগুলো তৈরির পেছনে এক থেকে ১০ বিলিয়ন ডলার খরচ হয় বলে দাবি করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোদেই।

তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি সিইওরা বলছেন, করপোরেট প্রয়োজন মেটাতে বিশাল কম্পিউটার নেটওয়ার্ক তৈরির বিকল্প নেই। মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, 'মূলধন ব্যয় এবং অবকাঠামোতে বড় অঙ্কের বিনিয়োগ ভবিষ্যতে আমাদের কৌশলগত সুবিধা দেবে।'

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মতে, বড় অঙ্কের ব্যয় এআই খাতে প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা কমাবে। বিশ্লেষকদের উদ্দেশে তিনি বলেন, 'এআই আরও দক্ষ ও সহজলভ্য হয়ে উঠলে এর চাহিদাও বহুগুণ বাড়বে।'

চলতি অর্থবছরে এআই খাতে ৮০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে মাইক্রোসফট, মেটা ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ডিপসিকের তুলনায় যা অনেক বেশি।

রয়টার্স জানায়, বিশাল ব্যয়ের পর বড় অঙ্কের লাভ না দেখে কিছু বিনিয়োগকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা হারাচ্ছে।
ওপেনএআইয়ের অন্যতম পৃষ্ঠপোষক মাইক্রোসফটের শেয়ারমূল্য বৃহস্পতিবার ছয় শতাংশ কমেছে। তবে একইদিনে মেটার শেয়ারমূল্য বেড়েছে চার শতাংশ।

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

10h ago