ফেসবুক-ইনস্টাগ্রাম ডাউন

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন হয়ে পড়েছে। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানায়, বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী শুক্রবার সমস্যায় পড়েছেন।
ছবি: সংগৃহীত

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন হয়ে পড়েছে। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানায়, বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী শুক্রবার সমস্যায় পড়েছেন।  

ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে রয়টার্স জানায়, ১২ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া, ৬ হাজার ৬০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

ডাউনডিটেক্টর বলছে, মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ১ হাজার ৩০০টি অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago