দেখে নিন বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট সিরিজের সূচি

পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজের কোনো খেলা রাখা হয়নি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। এরপর কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই তারা নেমে পড়বে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। দলটি বাংলাদেশ ছেড়ে যাবে ৩ মে।
সিলেটে হবে প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু ২০ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা শুরু ২৮ এপ্রিল। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজও হয়েছিল একই কায়দায়। সেবারের মতো এবারও কোনো ম্যাচ রাখা হয়নি দেশের প্রধানতম ভেন্যু হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২০ এপ্রিল-২৪ এপ্রিল | প্রথম টেস্ট | সিলেট |
২৮ এপ্রিল-২ মে | দ্বিতীয় টেস্ট | চট্টগ্রাম |
এই সিরিজটিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তখন সেটা পিছিয়ে দেওয়া হয়েছিল। তার পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। স্থগিত হওয়া টেস্ট সিরিজটিই এবার মাঠে গড়াচ্ছে।
টেস্ট খেলতে জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র ম্যাচে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল টাইগাররা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। এরপর সফরকারীরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৮৯ রানে।
নিজেদের ডেরায় জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। পরিসংখ্যান অনুসারে, সাফল্যের হার স্বাগতিকদের বেশি। ছয়টি জয়ের বিপরীতে তারা হেরেছে দুটিতে। দুই দলের বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
Comments