সহকারী জজ পদে নিয়োগ পাচ্ছেন ১০৩ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে ২০২২ সালের ১৫তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে ২০২২ সালের ১৫তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

২০২২ সালের ১৫তম বিজেএস পরীক্ষার ফলাফল। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী সহকারী জজ পদে নিয়োগের জন্য এবার ১০৩ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

বিজেএস পরীক্ষার ফলাফল বিজেএসসির ওয়েবসাইটে www.bjsc.gov.bd দেখা যাবে।

ফলাফলে বলা হয়, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম উর্ত্তীর্ণরা একই নম্বর পাওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ১০০ জন প্রার্থীর সঙ্গে এই ৩ জনসহ মোট ১০৩ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার স্থান ও তারিখ পরবর্তীতে জানানো হবে। 

Comments