চাকরি

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ১২ শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিসট্যান্ট

  • পদসংখ্যা: ৬টি
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসিসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট পরিচালনায় ন্যূনতম ৬ মাসের সরকার অনুমোদিত প্ৰতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
  • বেতন স্কেল: ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা ( গ্রেড ১২ )

পদের নাম: টেকনিশিয়ান

  • পদসংখ্যা: একটি
  • যোগ্যতা: কারিগরি বিষয়ে ডিপ্লোমা, অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান

  • পদসংখ্যা: ৪টি
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও কারিগরি শিক্ষা বোর্ড বা ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েলডিং, অটোমোবাইল, প্লাম্বার বা গ্যাস পাইপ লাইন সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড বা সার্টিফিকেট কোর্স পাশ।
  • বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

 
পদের নাম: রেকর্ড কিপার

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসিসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pgcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 
আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ক্রমিক এক নম্বরে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ মোট ৩৩৫ টাকা এবং ক্রমিক ২, ৩ ও ৪ নম্বরে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ মোট   ২২৩ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। 

  • আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ অক্টোবর সকাল ১০টা।
  • আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ অক্টোবর বিকেল ৫টা।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক হতে ১২১ নম্বরে অথবা যেকোন অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১১২১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। 

বিস্তারিত দেখুন এই লিংকে

গ্রন্থনা: আহমেদ হিমেল
 

Comments