পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ
পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ১২ শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিসট্যান্ট
- পদসংখ্যা: ৬টি
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসিসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট পরিচালনায় ন্যূনতম ৬ মাসের সরকার অনুমোদিত প্ৰতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
- বেতন স্কেল: ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা ( গ্রেড ১২ )
পদের নাম: টেকনিশিয়ান
- পদসংখ্যা: একটি
- যোগ্যতা: কারিগরি বিষয়ে ডিপ্লোমা, অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
- বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
- পদসংখ্যা: ৪টি
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও কারিগরি শিক্ষা বোর্ড বা ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েলডিং, অটোমোবাইল, প্লাম্বার বা গ্যাস পাইপ লাইন সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড বা সার্টিফিকেট কোর্স পাশ।
- বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
পদের নাম: রেকর্ড কিপার
- পদসংখ্যা: ১টি
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসিসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা।
- বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pgcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ক্রমিক এক নম্বরে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ মোট ৩৩৫ টাকা এবং ক্রমিক ২, ৩ ও ৪ নম্বরে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ মোট ২২৩ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
- আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ অক্টোবর সকাল ১০টা।
- আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ অক্টোবর বিকেল ৫টা।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক হতে ১২১ নম্বরে অথবা যেকোন অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১১২১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।
গ্রন্থনা: আহমেদ হিমেল
Comments