নারী কর্মী নেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করতে হবে আগামী ৩০ আগস্টের মধ্যে। 
 নারী কর্মী নেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, যোগ্যতা এইচএসসি পাস
ছবি: সংগৃহীত

বিলিং সহকারী পদে ১৭ জন নারী কর্মী নিয়োগ দেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১। আগ্রহী প্রার্থীদের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

আবেদন করতে হবে আগামী ৩০ আগস্টের মধ্যে। 

পদের নাম: বিলিং সহকারী
পদ সংখ্যা: ১৭টি
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।  এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর
মধ্যে ন্যূনতম ৩.০০-সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা আবশ্যক। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০টি ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।

বেতন: দৈনিক ৮০০ টাকা। 

আবেদন যেভাবে: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট pbs1.dhaka.gov.bd থেকে আবেদন ফরম (ফরম নং-পমাসপ-১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে আগামী ৩০-০৮-২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, পলাশবাড়ী, সাভার, ঢাকা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র 

  • শিক্ষাগত যোগ্যতার সবগুলো মূল বা সাময়িক সনদের কপি (মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়)। 
  • জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি দিতে হবে।
  • স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ জমা দিতে হবে।
  • প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক থেকে ১০০ টাকার পে-অর্ডার, ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। 

এই লিংকে দেওয়া আবেদন ফর্ম হাতে পূরণ করে জমা দিতে হবে। 

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago