ডিভিএম ডিগ্রির দাবিতে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিভিএম
ডিভিএম ডিগ্রির দাবিতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। 

ডিগ্রিসহ ৭ দফা দাবি পূরণ না হওয়ায় আজ বুধবার বিকেল ৪টা থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 

এ সময় অধ্যক্ষের বাসভবনসহ কলেজের বিভিন্ন ভবনে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরে রাত পৌনে ৮টার দিকে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি দেওয়া হয় না। এ ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। আজ বুধবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জরুরি সভায় ডিগ্রি দেওয়ার দাবি মানা হয়নি।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: স্টার

এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজ বিকেল থেকে বিক্ষোভ শুরু করে।

বিকেলে সরেজমিনে কলেজে গিয়ে দেখা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার পর বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়কে অবস্থান নে। তারা কলেজের ভেতরে অধ্যক্ষের বাসভবনসহ কলেজের সাইনবোর্ড ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। 

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের ভিপি মুরাদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আন্দোলনের ৫৩ দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যার জরুরি সভায় বসেন। সেখানে আমাদের ৭ দফার কিছুই মানা হয়নি‌। এ কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।'

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ জে এম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করিয়েছি। ডিগ্রির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলব।'

Comments