নিরাপদ হলের দাবিতে শেবাচিম অধ্যক্ষ কার্যালয় ঘেরাও

শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন লিখে অধ্যক্ষ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ছবি: টিটু দাস/স্টার

নিরাপদ হলের দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) অধ্যক্ষ কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন লিখে আজ বুধবার সকাল ৮টা থেকে অধ্যক্ষ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রাখারও হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা জানান, শেবাচিম শিক্ষার্থীদের জন্য ৬টি হোস্টেল রয়েছে। প্রতিটি হোস্টেলের অবস্থাই জরাজীর্ণ। হলগুলোর ছাদের পলেস্তারা প্রতিনিয়তই খসে পড়ছে। বেশ কয়েকজন শিক্ষার্থী এতে আহতও হয়েছেন।

শিক্ষার্থী লিসা বলেন, 'ছাত্রী হোস্টেলের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের।'

শিক্ষার্থী এহসান বলেন, 'হাবিবুর রহমান ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপ। গতরাতেও পলেস্তারা খসে পড়েছে একটি কক্ষে। আমাদের এক সহপাঠী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।'

শিক্ষার্থী তাহাসিন বলেন, 'হাবিবুর রহমান ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্রুত ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা করতে হবে। আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু হল নির্মাণ করা হয়নি। নতুন হল নির্মাণে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'

কলেজ অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, 'রাতারাতি এই সমস্যার সমাধান সম্ভব নয়। ১০তলা ভবন নির্মাণের জন্য ২টি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এগুলো পাস হলে আশা করি আর সমস্যা হবে না।'

Comments

The Daily Star  | English
Rethinking policing in Bangladesh

From force to service: Rethinking policing in Bangladesh

Reform requires transforming the very meaning of policing in a democratic republic from an authoritarian order.

5h ago