শেবাচিমে একসঙ্গে চার সন্তানের জন্ম

বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪)।

শুক্রবার বিকেলে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক কন্যা সন্তানর জন্ম দেন মুক্তা।

মুক্তা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

এদিকে সন্তানদের মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন বলেন, চারটি বাচ্চারই ওজন স্বাভাবিকের চেয়ে কম। নবজাতকদের হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। শিশুরা শঙ্কামুক্ত বলা যাবে না।

চার সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সদস্যরা খুশি।

সন্তানদের নানী মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়। মুক্তার সংসারে ৬-৭ বছরের একটি মেয়ে আছে। বর্তমানে যে চারটি সন্তানের জন্ম হয়েছে তাদের নাম যথাক্রমে সায়েম, সালিম, আলিম ও আয়শা রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
development beyond macroeconomics in Bangladesh

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

13h ago