সেলিম আল দীনের জন্মদিনে জাবিতে ৫ দিনব্যাপী নাট্যোৎসব

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: সংগৃহীত

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে ৫ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।   

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

শোভাযাত্রায় অংশ নেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, নাট্যব্যক্তিত্ব ও ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

এরপর নাট্যদল ঢাকা থিয়েটার, ভোর হলো, স্বপ্নদল, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ছাত্র শিক্ষক কেন্দ্র, বাংলদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, নাট্যস্নাতক মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর থিয়েটার, তালুকনগর থিয়েটারসহ বিভিন্ন নাট্য সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সভায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ বলেন, 'সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। ৫ দিনব্যাপী নাট্যোৎসবের এ আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত। এ নাট্যোৎসবের মাধ্যমে সেলিম আল দীনের নাট্যদর্শন আরো বেশি মানুষের মাঝে পৌঁছে দিতে পারব বলে আমাদের বিশ্বাস।' 

নাট্যব্যক্তিত্ব ও ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, 'সেলিম আল দীন শুধু একজন নাট্যকার নন, সেলিম একটি ঘটনা। ভারতবর্ষে হাজার বছরের শাসনের পরও সংস্কৃতি কিন্তু হারিয়ে যায়নি। নতুন ধর্মপ্রচার হলেও ভাষা-সংস্কৃতি হারিয়ে যায়নি। এখানকার জাতিগোষ্ঠীর ধর্মের ভাষা আর সংস্কৃতির ভাষা এক ছিল না। এজন্যই ইংরেজরা সবকিছু ইংরেজিতে চালু করলেও বাংলার আধিপত্য নষ্ট হয়ে যায়নি। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি। আমাদের এ চেতনা ধরে রাখতে পেরেছি।'

জাবিতে ৫ দিনব্যাপী এ নাট্যোৎসবের প্রথমদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হয় নাটক 'প্রাচ্য'। এরপর ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট প্রদর্শিত হবে নাটক 'কিত্তনখোলা', 'বনপাংশুল', 'কেরামতমঙ্গল' ও 'পুত্র'।

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালে ফেনীতে। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। নাট্যচর্চার জন্য ঢাকা থিয়েটার প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল। সারাদেশে নাট্য আন্দোলনকে ছড়িয়ে দিতে ১৯৮১-৮২ সালে আরেক নাট্যযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফের সঙ্গে তিনি গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার।

Comments

The Daily Star  | English

Chattogram’s garment factories fear fallout from US tariffs

Owners of Chattogram-based readymade garment factories, many of which do business with buyers in the United States, are worried about a US tariff hike to 35 percent set to take effect on August 1.

11h ago