সেলিম আল দীন সাহিত্য পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান

'সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫' পেয়েছেন লেখক সলিমুল্লাহ খান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী সাহিত্য সভার আয়োজনে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
এ সময় সলিমুল্লাহ খান বলেন, 'আমি পুরস্কার কম পেয়েছি। গত বছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। এর আগ মুহূর্তে ফেনী সাহিত্য সভা আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। এ প্রাপ্তির মাধ্যমে আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আজকের আয়োজনে উদ্যোক্তাদের আন্তরিকতায় আমি অভিভূত। আমি আপনাদের কাছে এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেলিম আল দীনকে নিয়ে আমি ভেবেছি। সুযোগ হলে ভবিষ্যতে তাকে নিয়ে আমার চিন্তা প্রকাশ করব।'
পরের পর্বে সলিমুল্লাহ খান একক বক্তব্য দেন।
সাহিত্য সভার আহ্বায়ক কবি-গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং কবি মনজুর তাজিম। স্বাগত বক্তব্য দেন ফেনী সাহিত্য সভার সদস্য সচিব বকুল আকতার দরিয়া। পুরস্কার দেওয়ার সময় মঞ্চে আরও ছিলেন ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি মো. আবদুল ওয়াদুদ, রম্যলেখক নুরুল আমিন হৃদয়, কবি সৈকত রায়হান।
অনুষ্ঠানের সমন্বয়ক ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি শামীম পাটোয়ারী ও কবি রাবেয়া সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে প্রশাসন, সাহিত্যিক-সাংস্কৃতিক-সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে।
Comments