দাপ্তরিক কাজে শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনে যেতে হবে না: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এখন থেকে দাপ্তরিক কাজ করতে কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রার ভবনে যেতে হবে না৷ সংশ্লিষ্ট আবাসিক হল এবং বিভাগে দাপ্তরিক কাজ সম্পন্ন করা হবে।
৮ দফা দাবিতে আমরণ অনশন শুরু করা হাসনাত আবদুল্লাহর অনশন ভাঙাতে যান ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এখন থেকে দাপ্তরিক কাজ করতে কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রার ভবনে যেতে হবে না৷ সংশ্লিষ্ট আবাসিক হল এবং বিভাগে দাপ্তরিক কাজ সম্পন্ন করা হবে।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থী হয়রানিসহ নানা অনিয়ম বন্ধে ৮ দফা দাবিতে আমরণ অনশন শুরু করা হাসনাত আবদুল্লাহর অনশন ভাঙাতে গিয়ে এ কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার থেকে ২৭ ঘণ্টা ধরে রেজিস্ট্রার ভবনের সামনে অনশন করছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ৷ তার অনশন ভাঙাতে আজ দুপুর আড়াইটার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে যান উপাচার্য৷ 

এ সময় উপাচার্য বলেন, 'এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার ভবনে যেতে হবে না।'

উপাচার্যের আশ্বাসের পর অনশন প্রত্যাহার করে নেন হাসনাত৷ দীর্ঘক্ষণ অনশনে থেকে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা৷

 

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams; down 0.86 points from last year

A total of 1,45,911 students earned GPA-5 in HSC and equivalent examinations whereas the number was 92,595 last year

3h ago