হোস্টেল থেকে ইন্টার্ন চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন হোস্টেল থেকে বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিনহাজ উল করীম ভুঁইয়া নামের এই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিনহাজের সহপাঠী ও হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, বুধবার রাত ১০টায় মিনহাজের ডিউটিতে থাকার কথা ছিল। কিন্তু ১১টা পর্যন্ত তিনি ডিউটিতে না আসায় সহকর্মীরা তার কক্ষে গিয়ে অ্যাপ্রন পরা অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

মিনহাজের সহপাঠীদের ভাষ্য, তিনি কম কথাবার্তা বলতেন। মরদেহ উদ্ধারের সময় তার পড়ার টেবিল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা আছে।

মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

52m ago