হলে সিট বরাদ্দের দাবিতে মাঝরাতে জাবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
হলে সিট ও দ্রুততম সময়ে রুম বরাদ্দের দাবিতে মাঝরাতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীরা।
আজ শনিবার রাত ১টায় ১৮ নম্বর হলের নামকরণ ফজিলাতুন্নেছা এবং দ্রুত সময়ের মধ্যে নতুন হলের রুম বণ্টন করে 'শিফ্টিং' দিতে হবে এমন দাবিতে রাস্তায় নামেন শতাধিক নারী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপাচার্য ভবনের সামনে গিয়ে শেষ হয়। রাত ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Comments