চবি ছাত্রলীগের ২ গ্রুপে আবারও সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

পূর্ব ঘটনার রেশ ধরে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুটি গ্রুপ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ সংঘর্ষে দুই গ্রুপের অন্তত চার কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের গ্রুপ দুটি হলো চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইন।

এ দুটি গ্রুপ যথাক্রমে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রলীগ সূত্র জানায়, সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে এবং সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়ে৷ এ ঘটনায় সিক্সটি নাইন গ্রুপের একজন ও সিএফসি গ্রুপের তিন জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ৩১ মে রাতে ও ১ জুন দুপুরে দুই দফায় সংঘর্ষে জড়িয়েছিল ছাত্রলীগের এই দুটি গ্রুপ। সেসময় ১৬ জন আহত হন।

দুই দিনের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই হাটহাজারী থানায় মামলা করেছিল। সম্প্রতি মামলা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছিল। এই আলোচনাকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে দুটি গ্রুপের মধ্যে উত্তাপ ছড়িয়েছিল। যা আজ সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন,  'শিক্ষার্থীদের দুটি গ্রুপের সংঘর্ষে চার জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

 

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

1h ago