কোটা আন্দোলন: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেন চবি শিক্ষার্থীরা

চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকরিপি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: রাজীব রায়হান/ স্টার

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীরা।

দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পৌঁছে দেন তারা।

এর আগে রোববার সকাল ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ষোলোশহর স্টেশন এলাকা থেকে গণপদযাত্রা শুরু করে।

পদযাত্রাটি ষোলো শহর থেকে ২ নম্বর গেট, জিইসি মোড় ও ওয়াসা মোড় হয়ে সোয়া ১২টার দিকে লালখানবাজার এলাকা অতিক্রম করে।

আন্দোলনের একজন সমন্বয়কারী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

সরকারি চাকরির সব গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) আইন পাশ করতে হবে—এক দফা দাবিতে আজ গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

Comments

The Daily Star  | English
yunus meeting tarique rahman in london

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

17m ago