শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে পাবিপ্রবি কর্মকর্তাদের হাতাহাতি

এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তাদের একাংশ।
পাবিপ্রবি কর্মকর্তাদের হাতাহাতি। ছবি: সংগৃহীত

শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

এ সময় দুই নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ কর্মকর্তাদের একটি অংশের। 

এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একটি অংশ পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য যান।

পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আমাদের বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় দুই নারী কর্মকর্তা আহত হন।'

অভিযোগ অস্বীকার করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'কর্মকর্তাদের সমিতির নাম ব্যবহার করে অন্য সংগঠনের সদস্যরা ফুল দিতে গেলে আমরা প্রতিবাদ করি। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, মিথ্যা দোষারোপ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।'

বিশ্ববিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বীকৃতি না দিয়ে, কর্মকর্তাদের আলাদা সংগঠন করে অফিসার্স অ্যাসোসিয়েশন ঝামেলার সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি।

এদিকে এ ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানতে চাইলে পাবিপ্রবি প্রক্টর ড. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তদন্ত কমিটি শিগগির তদন্ত রিপোর্ট দেবে। রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে।'

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, পাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নামে কর্মকর্তাদের একটি সংগঠন আছে। সম্প্রতি কয়েকজন কর্মকর্তা পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স অ্যাসোসিয়েশন নামে একটি আলাদা সংগঠন করেন। এরপর কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়।
 

Comments