ঢাবি উপাচার্যের বাসভবনের প্রাচীরের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কোনো দুর্বৃত্ত বাইরে থেকে মরদেহটি বাসভবনের সীমানার ভেতরে ছুঁড়ে ফেলেছে বলে ধারণা করছে ঢাবি কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কোনো দুর্বৃত্ত বাইরে থেকে মরদেহটি বাসভবনের সীমানার ভেতরে ছুঁড়ে ফেলেছে বলে ধারণা করছে ঢাবি কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানা থেকে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'নবজাতকের মরদেহটি কেউ বাইরে থেকে ফেলে গেছে। এটা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে।'

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে উপাচার্য বলেন, 'জগন্নাথ হলের দিক থেকে একজনকে ব্যাগের মতো কিছু নিয়ে আসতে দেখা গেছে। পরে উপাচার্যের বাসভবনের সীমানা প্রাচীরের ওপর দিয়ে ব্যাগটি ছুঁড়ে ফেলে। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।'

ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।

Comments