শিক্ষার্থীকে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক রায়হান সাময়িক বরখাস্ত
ভাইভা পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হাসান চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমরা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশের কপি পেয়েছি।'
গতকাল সোমবার ক্লাসরুমে এক শিক্ষার্থীকে গুলি করার পর অস্ত্রের ব্যাগসহ কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে পুলিশসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। ইতোমধ্যে অবৈধ অস্ত্র কেনার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন রায়হান।
গ্রেপ্তারের পর রায়হান শরীফের ব্যাগ থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক অবৈধ অস্ত্র কেনার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।
Comments