ঢাবি কোয়ার্টার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আদ্রিতা বিনতে মোশাররফ নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

তার বাবা অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আদ্রিতা দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

আজ রোববার ভোরে শাহবাগ থানা পুলিশ ওই বাসা থেকে আদ্রিতাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ভোরে ফুলার রোডের ওই আবাসিক কোয়ার্টারের বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন ওই শিক্ষার্থী। তখন তার পরিবারের সদস্যরা জানান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছিলেন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।' 

ওসি আরও বলেন, 'কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ভোর ৪টার দিকে আমরা খবর পেয়ে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ আদ্রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররাও উপস্থিত ছিলেন।'

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

14m ago