চমেকে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো কলেজ একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ৭টায় কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে এ বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন। 

সরেজমিনে দেখা যায়, কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ব্যানার হাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার শিক্ষার্থীদের বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করতেন।

তিনি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছেন বলেও অভিযোগ করেন তারা।

নিউরোলজি বিভাগের স্নাতকোত্তর প্রশিক্ষণরত চিকিৎসক ডা. আসিফুল হক বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তিনি কলেজে যেতে না পারলেও হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যাহত হয়নি।

চমেক এর অধ্যক্ষ ডা. সাহেনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভ করেছে কিন্তু হাসপাতালে রোগীদের চিকিৎসায় বিঘ্ন হয়নি।

বুধবার হাসপাতালের ইনডোর ও আউটডোরে অন্যান্য দিনের মতোই চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক ছিল জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা নিজ নিজ স্টেশন, ওয়ার্ড ও বিভাগে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

29m ago