৪ দফা দাবিতে রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তাদের সঙ্গে কথা বলেন বিভাগের শিক্ষকরা। ছবি: স্টার

চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বিভাগে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, ২০২০-২১ সেশনের আটকে থাকা বাকি পরীক্ষাগুলো অনতিবিলম্বে নেওয়া, ৩১তম ব্যাচের ১১ মাস ধরে চলা ২০২১-২২ সেশনের পরীক্ষার সময়সূচি দেওয়া, সেশনজট কমাতে প্রতিটি সেমিস্টার ৪ মাসে শেষ করা এবং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রশাসন বরাবর করা অভিযোগের তদন্তে বিভাগ থেকে সর্বাত্মক সহায়তা করা।

বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে পড়াশোনা ছাড়া সবই হচ্ছে। বিভাগের সংস্কার তখনই সম্ভব যখন বিভাগে গতিশীলতা থাকবে। আজকের মধ্যেই আমাদের চার দফা দাবি মেনে নিতে হবে। দৃশ্যমান সংস্কার করতে হবে।

সকাল সোয়া ১১টার দিকে বিভাগের শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে চার দফার ব্যাপারে কথা বলতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago