‘তদন্ত ছাড়াই’ ৪ নারী শিক্ষার্থীকে কুবি হলের বাইরে থাকার নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলের চার আবাসিক শিক্ষার্থীকে পরবর্তী আদেশ দেওয়া না পর্যন্ত হলের বাহিরে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে কুবি রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এই চার শিক্ষার্থীই ১৩তম আবর্তের। তারা হলেন—ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম, ফার্মেসী বিভাগের আতিফা লিয়া এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা।
অফিস আদেশে বলা হয়, হলের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে হল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চার শিক্ষার্থীকে হলের বাহিরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার উল্লেখিত চার শিক্ষার্থীর বিরুদ্ধে সুনীতি-শান্তি হলের কক্ষে মাদক গ্রহণের অভিযোগ করেন অন্যান্য শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষার্থীদের একজন আতিফা লিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগকারী শিক্ষার্থীর সঙ্গে আমার মত ভিন্নতা থাকায় আমার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।'
তিনি বলেন, 'প্রক্টর কমিটি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আদৌ আমরা মাদকাসক্ত কি না, তার কোনো ডোপ টেস্টও করেনি কর্তৃপক্ষ।'
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানান, ভিন্ন রাজনৈতিক মতের কারণেই এই অভিযোগ করা হয়েছে। কোনো যাচাই-বাছাই ছাড়া এমন আদেশ দেওয়া ঠিক হয়নি।
Comments