‘আমার বোনের কান্না, আর না আর না’ স্লোগানে উত্তাল চবি

চবি জিরো পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: স্টার

দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্তের দাবিতে এবং অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এবং শেখ হাসিনা হলের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

চবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

এরপর বিশ্ববিদ্যালয়ের সব হলের শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন।

মিছিলে তারা মাগুরা জেলায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণের অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা, 'রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে', 'জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস', 'জ্বালোরে জ্বালো আগুন জ্বালো', 'অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন', 'আমার বোনের কান্না আর না আর না' এসব স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। 

সমাবেশে চবি সমন্বয়ক খান তালাত রাফি বলেন, 'যারা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। জুলাই আন্দোলনে যেভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল একইভাবে নেমে আসবে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে।'

আরেক শিক্ষার্থী নুসরাত বলেন, 'আমরা সবসময় কথা বলি নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার নিয়ে। কিন্তু নারীদের কোনো নিরাপত্তা নাই। সবার আগে আমরা নারীদের নিরাপত্তা চাই।'

আরেক শিক্ষার্থী বলেন, 'যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি হবে না, ঘরে কিংবা ঘরের বাইরে কোনো জায়গায় নারী সুরক্ষিত নয়। যতদিন পর্যন্ত আমরা ধর্ষণের জন্য নারীদের দায়ী করব ততদিন পর্যন্ত ধর্ষণ হতেই থাকবে। ধর্ষণের জন্য শুধু ধর্ষক দায়ী আর কেউ নয়।'

নওশীন তাবাসসুম যুথি বলেন, 'অনেক ধর্ষককে দেখেছি অপরাধ করার পর জামিন পেয়ে গেছে। ধর্ষণের যে আইনের জটিলতা রয়েছে, বাংলাদেশের আমরা সর্বপ্রথম এই আইনের সংস্কার চাই। দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নয়, এক নম্বর শাস্তি মৃত্যুদণ্ড চাই।'

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

11h ago