চবি সমাবর্তনে কঠোর নিরাপত্তা, অংশগ্রহণে লাগবে গোয়েন্দা ছাড়পত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
গোয়েন্দা সংস্থার নির্দেশনা অনুযায়ী, নিবন্ধিত প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে, যা ছাড়া কেউ সমাবর্তনের মূল অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিবন্ধিতদের তালিকা গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করছে। যেকোনো সময় পরিচয় যাচাইয়ের জন্য কল করা হতে পারে। সুনির্দিষ্ট কার্ড ছাড়া কেউ সমাবর্তনস্থলে প্রবেশ করতে পারবেন না।
প্রসঙ্গত, দীর্ঘ নয় বছর পর আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত পঞ্চম সমাবর্তন। সমাবর্তনে অংশগ্রহণ করবেন প্রায় ২৩ হাজার শিক্ষার্থী।
এছাড়া, ৩৬ বছর পর এই সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ডি-লিট সম্মাননা প্রদান করা হবে।
Comments