চবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২০.২৪ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন যা মোট পরীক্ষার্থীর ২০ দশমিক ২৪ শতাংশ।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল শাহীন দ্য ডেইলি স্টারকে ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুর ২টায় এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। 

১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হওয়া পরীক্ষার্থী পেয়েছেন ৯২ দশমিক ৭৫ নম্বর। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৪৯ হাজার ৭৩৩ জন। 

গত ৮ মার্চ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন। আসন প্রতি লড়েছেন ৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। 

ডিন অধ্যাপক ড. ইকবাল শাহীন বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে মিটিং করে ঈদের পরেই সাবজেক্ট পছন্দ ও ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।'

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago