মাইলস্টোন স্কুলে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আজ নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
গত ২১ জুলাই স্কুলটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অন্তত ৩৪ জন প্রাণ হারান। যাদের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।
প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, আজ সকাল থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। গত দুই দিন ধরে গ্রুপ কাউন্সেলিং এবং মানসিক সুস্থতার জন্য সেশন পরিচালনা করা হয় স্কুলে।
তিনি আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা জুনিয়র ক্লাসগুলোর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদেরও কাউন্সেলিং করছি। আমরা আশা করি, অন্য ক্লাসগুলোর অ্যাকাডেমিক কার্যক্রমও খুব শিগগির শুরু হবে।'
তিনি আরও জানান, অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি আগামী দুই থেকে তিন মাস ধরে শিক্ষার্থীদের এই দুর্ঘটনার ট্রমা থেকে বের করে আনতে কাউন্সেলিং চলবে।
গত ৩ আগস্ট বিমান দুর্ঘটনার ১২ দিন পর সীমিত পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলেছিল। এর উদ্দেশ্য ছিল শোকাহত শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় ফিরিয়ে আনতে সহায়তা করা।
প্রতিষ্ঠানটি পুনরায় খোলার পর অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেছিলেন, '২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস শোকে আচ্ছন্ন ছিল। এই মুহূর্তে আমাদের মূল অগ্রাধিকার হলো শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।'
Comments