চবিতে সংঘর্ষের সময় ডেইলি স্টারের দুই সাংবাদিকের ওপর হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দ্য ডেইলি স্টারের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেটের কাছে ৮-১০ জনের একটি দল ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট সিফায়েত উল্লাহ সিফাত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ আহমেদের ওপর হামলা চালায়।
এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা ও চবি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে জোবরা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা। এসময় সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুড়ছিল।
পরিস্থিতি শান্ত হতে দেখা গেলে, দুজনেই বাড়ি থেকে বেরিয়ে সিফায়েতের মোটরসাইকেলে করে ক্যাম্পাসের দিকে রওনা দিলে একটি উত্তেজিত দল তাদের বাধা দেয় এবং তাদের পরিচয় জানতে চায়।
দুজনেই নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও স্থানীয়রা তাদের 'জাল পরিচয়পত্র' বহনের অভিযোগ এনে মারধর শুরু করে।
সিফায়েত বলেন, 'আমরা আমাদের পরিচয়পত্র দেখানোর পরেও তারা আমাদের মারধর শুরু করে। আমার টি-শার্ট ছিঁড়ে ফেলে।'
এসময় হামলাকারীরা মাহফুজের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
ক্যাম্পাস সূত্র জানায়, স্থানীয়রা লাঠি, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে করে বাচার দোকান এলাকার কাছে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়।
পরে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী এবং চবি সহকারী উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন আহত হন বলে জানা গেছে।
মধ্যরাতে স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ দুপুর থেকে আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয়।
Comments