ডাকসু নির্বাচনে বাকেরকে পূর্ণ সমর্থন জানালেন মাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন মাহিন সরকার। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মো. আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন মাহিন সরকার।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহিন সরকার।

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, আবু বাকের মজুমদার যদি জিএস পদে নির্বাচিত হতে পারে, সেটি আমার বিজয় হবে। আমি বাকেরের প্রতি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমার সব শুভাকাঙ্খী, ঢাবির সব সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাচ্ছি, বাকেরকে জিএস পদে নির্বাচিত করুন। বাকেরের বিজয় মাহিন সরকারের বিজয়।

তিনি আরও বলেন, 'যেহেতু এখন প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই প্রার্থী তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। কিন্তু আমার শুভাকাঙ্খীদের বলব, আপনারা বাকেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন।'

এ বিষয়ে জানতে চাইলে মো. আবু বাকের মজুমদার মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাহিন ভাই আমাকে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন।'

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র 'ডিইউ ফার্স্ট' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাহিন সরকার। অন্যদিকে 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে অংশ নিচ্ছেন মো. আবু বাকের মজুমদার।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office set on fire again

The party office was vandalised and set on fire last Saturday

34m ago