কুয়েটে শিক্ষা কার্যক্রম ব্যাহত: তদন্তে ৩ সদস্যের কমিটি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র-শিক্ষক অসন্তোষের কারণে তৈরি হওয়া অস্বাভাবিক পরিস্থিতি ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ অনুসন্ধানে শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। অন্যান্য দুই সদস্য হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক একেএম গোলাম রব্বানী মণ্ডল ও বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাসরুর আলী।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি গঠনের তারিখ থেকে দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা।
কুয়েটের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের ভূমিকা চিহ্নিত করা।
ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে কোনো আর্থিক লেনদেন বা কার্যক্রম হয়েছে কি না এবং হলে তার আইনগত ভিত্তি আছে কি না সে বিষয়ে তদন্ত করা।
কুয়েটের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সুপারিশ দেওয়া।
কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।
Comments