শিক্ষার্থীরা টিকার আওতায়, করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না।

আজ বৃহস্পতিবার দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুরে নৌ পুলিশ আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।   

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'করোনার টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে আছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে ইতোমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে।'

'মাঝেমাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও, আমরা আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হবে না। কারণ তারা ইততোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি', যোগ করেন তিনি।

দীপু মনি বলেন, 'এ ক্ষেত্রে আমি সবাইকে বলব, টিকা দেওয়া থাকুক আর না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, ইলিশ গবেষক ড. আশরাফুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান।

এর আগে বড়স্টেশন মোলহেডে প্রজনন মৌসুমে ৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago