অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুকদের জন্য চট্টগ্রামে শিক্ষামেলা

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। প্যাক এশিয়া বাংলাদেশ ও স্পিকারস কাউন্সিল এই শিক্ষামেলার আয়োজন করে।
নগরীর জিইসির স্পিকারস কাউন্সিল কনভেনশন হলে আয়োজিত শিক্ষামেলা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। প্যাক এশিয়া বাংলাদেশ ও স্পিকারস কাউন্সিল এই শিক্ষামেলার আয়োজন করে।

আজ সোমবার নগরীর জিইসির স্পিকারস কাউন্সিল কনভেনশন হলে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলায় অস্ট্রেলিয়ার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্যাক এশিয়া বাংলাদেশের প্রধান কনসালটেন্ট প্রদীপ রায় ও অপারেশন ম্যানেজার শাহানুর রহমান মেলাতে উপস্থিত ছিলেন।

প্রদীপ রায় জানান, শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া ২০-১০০ শতাংশ স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, ৫ বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান নিয়ে তথ্য তুলে ধরা হয়। স্পট অ্যাপ্লিকেশন করা অনেক শিক্ষার্থী আবেদন ফি ছাড়ের সুযোগ পেয়েছেন।

Comments