মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, এবারও লটারিতে

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকাল ১১টা থেকে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন জানান, সকাল ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

সরকারি স্কুলে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে লটারির তারিখ ১০ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলগুলোর জন্য ১৩ ডিসেম্বর নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মহানগর ও জেলা সদর উপজেলার বেসরকারি স্কুলগুলো কেন্দ্রীয় লটারির আওতায় আসবে। তবে যেসব বেসরকারি স্কুল কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত লটারিতে অংশ নেবে না তাদেরও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত কমিটির মাধ্যমে লটারি করতে হবে।

gsa.teletalk.com.bd ওয়েবসাইট ব্যবহার করে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের জন্য আবেদন জমা দিতে হবে।

শিক্ষার্থীরা একটি ফর্মে ৫টি স্কুল নির্বাচন করতে পারবে। একটি ফর্মের মূল্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে ফি জমা দেওয়া যাবে।

সব স্কুলকে ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ বা তার বেশি বয়সের বাচ্চারা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে।

 

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

11h ago