এসএসসি পরীক্ষার ফল ২৮ নভেম্বর

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে।

আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ সেপ্টেম্বরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ১ অক্টোবর। এরপর ১০ থেকে ১৫ অক্টোবর মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসি পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দেশব্যাপী ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশোর বোর্ডে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন, বরিশাল বোর্ডে ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন।

Comments

The Daily Star  | English

Chattogram city condemned to waterlogging

It is often said that if we hurt Mother Nature, we end up hurting ourselves. This saying could not be truer than in the case of Chattogram, the commercial capital of Bangladesh, during monsoons, when it goes under water for the most part.

3h ago
X