তালপাতায় লিখল শিশুরা

তালপাতায় অ, আ, ক, খ, আর এ, বি, সি, ডি লেখার মধ্য দিয়ে বর্ণমালা পরিচয় হলো শিশুদের। যশোরে উদীচীর আয়োজনে ২৫০ জন ছোট শিশু অংশ নেয় লেখার এই অনুষ্ঠানে।
তালপাতা, যশোর, শিশু,
উদীচী যশোর জেলা সংসদ পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের উদ্যোগে তালপাতায় বর্ণমালা লেখায় অংশ নেয় শিশুরা। ছবি: সংগৃহীত

তালপাতায় অ, আ, ক, খ, আর এ, বি, সি, ডি লেখার মধ্য দিয়ে বর্ণমালা পরিচয় হলো শিশুদের। যশোরে উদীচীর আয়োজনে ২৫০ শিশু অংশ নেয় লেখার এই অনুষ্ঠানে।

শনিবার উদীচী যশোর জেলা সংসদ পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের উদ্যোগে একদিনের এই অনুষ্ঠানে অক্ষরসহ মোট ৭টি বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীকে দেয়া হলো হাতেখড়ি।

পৌর উদ্যানে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী সহসভাপতি আমিনুর রহমান হিরু।

আয়োজকরা জানান, কালের আবর্তে হারিয়ে গেলেও নতুন করে শিশুদেও স্মরণ করিয়ে দিতে তালপাতায় হাতের লেখার এই আয়োজন। অনন্য এই উদ্যোগে শিশুদের মধ্যে আগ্রহ দেখা যায়। তবে কঞ্চির বদলে কলম দিয়ে লেখা হয় বর্ণমালা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও উদীচী উপদেষ্টা একরাম উদ দৌলাসহ অনেকে।

আরও উপস্থিত ছিলেন অক্ষর স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা।

Comments