এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ১৩০ জন

স্টার ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে আজ রোববার সারাদেশে অনুপস্থিত ছিল ৩৫ হাজার ৮৬৫ পরীক্ষার্থী। আর বহিষ্কৃত হয়েছে ১৩০ জন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৮ হাজার ৬০৬ পরীক্ষার্থী, বহিষ্কৃত হয়েছে ৯৪ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৮৭০ পরীক্ষার্থী, বহিষ্কৃত হয়েছে ২৭ জন। 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দাখিলে (ভোকেশনাল) অনুপস্থিত ছিল ৩ হাজার ৩৮৯ পরীক্ষার্থী, বহিষ্কৃত হয়েছে ৯ জন। 

এসএসসি ও কারিগরি বোর্ডের অধীনে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, মাদ্রাসা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা ছিল।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সইয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ পরীক্ষার্থী, বহিষ্কৃত হয় ১৩০ জন। দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৩৫৬ পরীক্ষার্থী, বহিষ্কৃত হয় ৩৮ জন। তৃতীয় দিনে অনুপস্থিত ছিল ৩০ হাজার ১৮৪ পরীক্ষার্থী, বহিষ্কৃত হয় ৮৯ জন।

সময়সূচি অনুযায়ী এসএসসি এবং এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে এবং দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে।

Comments

The Daily Star  | English

Bangladesh-origin NYPD officer killed in Manhattan shooting

Didarul Islam's wife was eight-months pregnant and the couple had two young boys

41m ago