ঢাবির ভর্তি পরীক্ষা: চারুকলায় পাসের হার ৪.৪৯ শতাংশ

চারুকলা ইউনিটের আসন সংখ্যা ১৩০টি।
Dhaka University logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইউনিটে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৪ দশমিক ৪৯ শতাংশ।

আজ সোমবার দুপুরে অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল প্রকাশ করেন৷

চারুকলা ইউনিটের আসন সংখ্যা ১৩০টি। ইউনিটটির জন্য পরীক্ষা দেন ৪ হাজার ৭২৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ২১২ জন।

চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষার ফলে প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্য দীপ্ত মন্ডল৷ এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ১০২। দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. সাফফাত হোসেন রিশতা। এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ১০১ দশমিক ৫। তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ঋদীতা নওশিন। এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ৯৯ দশমিক ৭৫।

Comments

The Daily Star  | English

Interim govt to sit for dialogue with political parties from 2:30pm

According to government sources, Chief Adviser Prof Muhammad Yunus, along with other advisers, will take part in the dialogue from the government's side

Now