আগামীকাল স্কুল খোলা নাকি বন্ধ

আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু। রোজায় স্কুল খোলা না বন্ধ থাকবে, সে বিষয়ে আজ সোমবার পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই অবস্থায় মঙ্গলবার রোজার প্রথম দিনে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সরকারি সিদ্ধান্ত ছিল, রোজায় মাধ্যমিক বিদ্যালয় প্রথম ১৫ দিন এবং প্রাথমিক বিদ্যালয় প্রথম ১০ দিন খোলা থাকবে।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্ট রোজায় স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের এ আদেশকে আবার চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আবেদন করলে, আজ চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আদেশ আপাতত বহাল রাখেন এবং আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

আগামীকাল সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।

এদিকে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।

আনিকা রহমানের দুই সন্তান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্কুল বন্ধের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না পেয়ে আমার মতো অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন। স্কুল খোলা থাকলে সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে।'

আরেক শিক্ষার্থীর মা ফারহানা আহমেদ বলেন, 'স্কুল বন্ধ থাকবে নাকি থাকবে না, সে বিষয়ে আমরা কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানি না। কর্তৃপক্ষের উচিত স্পষ্টভাবে জানানো।'

ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ আগামীকাল স্কুলে পাঠদান বন্ধ থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

জানতে চাইলে মগবাজারের ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাদেকা বেগম ডেইলি স্টারকে বলেন, 'অভিভাবকদের কাছ থেকে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়ে ফোন পাচ্ছি। সরকারের কাছ থেকে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় আমরাও বিভ্রান্তিতে আছি।'

যোগাযোগ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্ট স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। চেম্বার আদালত এই আদেশ স্থগিত করেনি। এর মানে হলো হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা এখনো বহাল। কাল শুনানির পর অন্য রকম সিদ্ধান্ত হলে তা নির্বাহী বিভাগ বাস্তবায়ন করবে।'

মঙ্গলবার স্কুল খোলা থাকবে কি না, জানতে চাইলে আইনজীবী এ কে এম ফয়েজ ডেইলি স্টারকে বলেন, 'চেম্বার বিচারকের আদেশ অনুযায়ী, স্কুল বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশ বলবৎ থাকবে।'

তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস কে সাইফুজ্জামান বলেন, 'যেহেতু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো হাইকোর্টের আদেশের কোনো কপি পায়নি, তাই সোমবার স্কুল খোলা রাখতে কোনো বাধা নেই।'

আজকের শুনানি

আজ চেম্বার আদালতে শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রশ্ন করেন, রমজানে ১০-১৫ দিন স্কুল বন্ধ থাকলে কী হবে?

জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, 'রমজানে স্কুল খোলা রাখা সরকারের নীতিগত সিদ্ধান্ত। হাইকোর্ট এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না।'

তিনি বলেন, 'পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখা হলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে।'

রিট আবেদনকারীর আইনজীবী এ কে এম ফয়েজ রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করে বলেন, 'রমজানে স্কুল খোলা রাখলে যানজট বাড়বে এবং রোজাদার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হবে।'

দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় এক লাখ এবং মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ২২ হাজার। এসব স্কুলে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে।

 

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago