স্কুলে প্রতি ক্লাসে অভ্যুত্থানে আহত-নিহত পরিবারের জন্য ১টি আসন রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

সরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

এর পরিবর্তে প্রতি ক্লাসে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য শুধু চলতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই অভ্যূত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারির আদেশ বাতিল করা হয়েছে।

ওই আদেশে বলা হয়েছিল, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

নতুন আদেশে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। 

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। 

এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত জুলাই অভ্যুত্থানে শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে বলেও উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

3h ago