ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সড়কপথে আরও দুইশ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে।
ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সড়কপথে আরও দুইশ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় রেলপথ ও সড়কপথে অক্সিজেন আমদানি বেড়েছে। আমদানিকারকরা যেন দ্রুত অক্সিজেন খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস ও বন্দর কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন। অক্সিজেন আমদানির সঙ্গে সঙ্গে দ্রুত খালাস দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ভারতীয় কাস্টমস ও বন্দরের সঙ্গে যোগাযোগ করে রেলের পাশাপাশি সড়কপথে অক্সিজেন আমদানির ব্যবস্থা করা হয়েছে।

আজ আসা অক্সিজেনের ট্যাংকারগুলো জরুরি খালাসে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। আজ আসা অক্সিজেনের মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড সাত মেট্রিক টন, পিওর বিডি লিমিটেড আট মেট্রিক টন ও স্টেকটা বাংলাদেশ লিমিটেড পাঁচ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে।

আজিজুর রহমান জানান, দেশে অক্সিজেনের চাহিদা বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে রেলপথে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে এ পর্যন্ত ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করা হয়েছে। আগামী কাল শুক্রবার ভারতের টাটা নগর থেকে রেলযোগে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে আসার কথা।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

29m ago