জাবির উপাচার্য প্যানেল নির্বাচন ১২ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য আগামী ১২ আগস্ট দিন রেখেছে জাবি কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য আগামী ১২ আগস্ট দিন রেখেছে জাবি কর্তৃপক্ষ।

আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ১১(১) ধারা অনুয়ায়ী আগামী ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে৷'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, 'উপাচার্য নির্বাচনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনা আছে। আর আমারও আগ্রহ ছিলো নির্বাচন দেবার। সিনেট ৩ সদস্যের উপাচার্যের প্যানেল নির্বাচন করে রাষ্ট্রপতির (বিশ্ববিদ্যালয়ের আচার্য) কাছে পাঠাবে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।'

প্রায় ৩ মাস ধরে সাময়িক ভিত্তিতে উপাচার্যের দায়িত্ব পালন করছেন অধ্যাপক নুরুল আলম। চলতি বছরের ১৭ এপ্রিল তাকে সাময়িক নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্বে ছিলেন।

Comments