জাবির ভর্তি পরীক্ষা শুরু 

সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। বিকাল সোয়া ৪ টায় ৫ম শিফটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে। 

জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৫টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবেন ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছুক। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৫১ জন। তবে প্রথম দিন অনুষ্ঠিত 'সি' ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৩ হাজার ৪৩০ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন মোট ১১৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে কলা ও মানবিক অনুষদের অধ্যাপক মো. মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সি-ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। উপস্থিতির হার মোটামুটি ভালো।'

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ডেইলি স্টারকে বলেন, 'এ বছর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। মোট ১৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মী কাজ করছেন। এ ছাড়া, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং শিক্ষকরাও তৎপর রয়েছেন।' 

এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ আগস্ট 'বি' ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের, ২ আগস্ট 'এ' ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির, ৩ আগস্ট প্রথম শিফটে 'এ' ইউনিট এবং অন্য ৫ শিফটে 'ডি' ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের, ৪ আগস্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে 'ডি' ইউনিট এবং অন্য ২ শিফটে 'ই' ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

এ বছর ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট মোট ৫টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ২ ও ৩ আগস্ট মোট ৬টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত, চতুর্থ শিফটের পরীক্ষা দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, পঞ্চম শিফটের পরীক্ষা বিকাল সোয়া ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত এবং ষষ্ঠ শিফটের পরীক্ষা বিকাল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত হবে।

এবার ভর্তি পরীক্ষায় 'সি' ইউনিটে ৫৩ হাজার ৪৩০ জন, 'বি' ইউনিটে ৪৮ হাজার ৩৪৮ জন, 'এ' ইউনিটে ৭৬ হাজার ৩৭৯ জন, 'ডি' ইউনিটে ৮৭ হাজার ৭২৮ জন এবং 'ই' ইউনিটে ১৮ হাজার ৭২১ জন ভর্তিচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

Comments

The Daily Star  | English
Bangladesh RMG sector

RMG sector on edge as tariff talks make no headway

The diverging outcomes threaten to create a multi-tiered tariff landscape in Asia, placing nations like Bangladesh at a serious disadvantage in the US market.

12h ago