শাবিপ্রবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

বুলবুল আহমেদ। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করছি।'

তিনি বলেন, 'সে কেন টিলায় গিয়েছিল এবং তখন তার সঙ্গে কেউ ছিল কি না, তা জানার চেষ্টা করছি।'

কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

9h ago