আড়াই ঘণ্টা ধাওয়ার পর ঠাকুরগাঁওয়ে নীলগাই হত্যা

নীল গাইটি দেখতে পেয়ে স্থানীয় জনগণ প্রায় আড়াই ঘণ্টা ধরে সেটিকে ধাওয়া করে। অবশেষে দুপুর সাড়ে ১২টার দিকে নীলগাইটি ক্লান্ত হয়ে পড়লে গ্রামবাসী সেটি ধরে জবাই করে।
ছবি: সংগৃহীত

নীল গাইটি দেখতে পেয়ে স্থানীয় জনগণ প্রায় আড়াই ঘণ্টা ধরে সেটিকে ধাওয়া করে। অবশেষে দুপুর সাড়ে ১২টার দিকে নীলগাইটি ক্লান্ত হয়ে পড়লে গ্রামবাসী সেটি ধরে জবাই করে।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মণ্ডলপাড়া গ্রামে নীলগাইটি জবাই করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।

স্থানীয়দের বরাত দিয়ে ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন নীলগাইটিকে ধাওয়া দিলে সেটি ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়ায় চলে আসে। পরে সেখানেও অনবরত ধাওয়া দিতে থাকলে দুপুর সাড়ে ১২টার দিকে সেটি ক্লান্ত হয়ে পড়লে গ্রামীবাসীর হাতে আটক হয়।'

এ অবস্থায় নীলগাইটি অনেক বেশি হাফাতে থাকে। এরপর স্থানীয়রা নীলগাইটির পা রশি দিয়ে বেঁধে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে বলে জানান তিনি।    

আবুল কাশেম বলেন, 'স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়।'

এদিকে ঘটনাটি ঘটার ঘণ্টাখানেকের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দুজন বিজিবি সদস্যের উপস্থিতিতে স্থানীয় লোকজন নীলগাইটির পা রশি দিয়ে বেঁধে জবাই করছেন।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিলুপ্ত প্রজাতির প্রাণী নীলগাইটি জবাই করা মোটেও ঠিক হয়নি। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ-এর ৫০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, তিনি এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। বিস্তারিত জানার পরে এ ব্যাপারে মন্তব্য করতে পারবেন।  

রাজশাহী বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'আমি ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পৌঁছানোর পর তদন্ত সাপেক্ষে এ সংক্রান্ত ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments