ভারত থেকে ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল আমদানি

oil_23jul22.jpg
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারত থেকে ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল আমদানি করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে তেলের চালানটি নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী বন্দরে এসে পৌঁছে।

ভারতীয় হাইকমিশনার, আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকুয়া রিফাইনারি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তেল হস্তান্তর করা হয়।

oil1_23jul22.jpg
ছবি: সংগৃহীত

অ্যাকুয়া রিফাইনারি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, আমদানিকারক এ প্রতিষ্ঠানটি গত বছর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে ১৬ হাজার মেট্রিক টন তেল আমদানির অনুমতি পেয়েছে।

জ্বালানি সাশ্রয় করতে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পরে সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে ১ ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago