১৪ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন পিরোজপুর পৌরসভা
পিরোজপুর-বাগেরহাট সড়কে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছে পুরো পিরোজপুর পৌরসভা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাশখালী এলাকায় চালবোঝাই একটি ট্রাক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।
ওই এলাকার বিদ্যুতের লাইন দিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) পিরোজপুর পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে বিদ্যুৎবিচ্ছিন্নের খবর বিদ্যুৎ বিভাগ রাত ৪টার দিকে জানতে পারে।
নির্বাহী প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল জানান, ট্রাকের আঘাতে বৈদ্যুতিক খুঁটিটি গোড়া থেকে উপড়ে পড়ে এবং মাঝ থেকে ভেঙে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় একটি খুঁটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আরও ৩টি খুঁটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সকাল থেকেই লাইনটি মেরামত করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।
বিকেলের মধ্যেই বিদ্যুতসংযোগ পুনরায় চালু করা সম্ভব হবে বলেও দাবি করেন এই কর্মকর্তা।
এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে। এছাড়া পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
পিরোজপুরে বিদ্যুতের সাব-স্টেশন না থাকায় বাগেরহাট সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জাতীয় গ্রিড থেকে পিরোজপুরে বিদ্যুতের একটি সাব-স্টেশন স্থাপনের দাবি করেছেন স্থানীয়রা।
Comments